মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে ৯০ বছরের বেশি পুরনো একটি সেতু। আভা ব্রিজ নামে পরিচিত এই সেতুটি ৯১ বছর আগে ব্রিটিশরা নির্মাণ করেছিল।
শুক্রবার দুপুরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে মান্দালয় শহরে ইরাবতী নদীর ওপর সেতুটি আংশিক ধসে পড়ে। এটি পুরাতন সাগাইং সেতু নামেও পরিচিত।
বিজ্ঞাপন
আভা ব্রিজ হলো বার্মার মান্দালয় বিভাগের আভা এবং সাগাইংয়ের মধ্যে ১৬ স্প্যান বিশিষ্ট সহজভাবে নির্মিত একটি সেতু। এটি ১৯৩৪ সালে ব্রিটিশরা তৈরি করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পিছু হটতে থাকা ব্রিটিশ সেনাবাহিনী সেতুটি ধ্বংস করে দেয় এবং ১৯৫৪ সালে বার্মিজ স্বাধীনতার পর পুনর্নির্মাণ করা হয়।
ইরাবতী নদীর তীরে অবস্থিত উত্তর মিয়ানমারের (পূর্বে বার্মা) শহর মান্দালয় একসময় রাজকীয় রাজধানী ছিল।
এদিকে ভূমিকম্পে মান্দালয়, নেপিদো এবং অন্যান্য এলাকার বেশ কয়েকটি ভবন ধসে পড়ে, যার উৎপত্তিস্থল ছিল সাগাইং শহরের কাছে। ভূমিকম্পের প্রভাবে ফাটল ধরেছে নানান অবকাঠামো ও সড়কে। দেশটির অনেক অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে। সামরিক-শাসিত সরকার মিয়ানমারের ছয়টি অঞ্চল এবং রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
বিজ্ঞাপন
দুপুর সাড়ে ১২টার দিকে মিয়ানমারের এই ভূমিকম্প আঘাত হানে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৭।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। কয়েক মিনিট পর একই এলাকায় ৬ দশমিক ৪ তীব্রতার একটি আফটারশক অনুভূত হয়।
মিয়ানমার থেকে এএফপির সাংবাদিকরা জানান, নেপিডোতে ভূমিকম্পের সময় বিভিন্ন ভবনের ছাদ থেকে অংশবিশেষ খসে পড়েছে। নেপিডো শহরে ২০ লেন পর্যন্ত প্রশস্ত রাস্তা আছে। ভূমিকম্পের কারণে শহরের বিভিন্ন সড়কে ফাটল তৈরি হয়েছে। হত্তম শহর ইয়াঙ্গুনকে সংযুক্তকারী মহাসড়কের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে মিয়ানমারের রাজধানী নেপিদোতে ধর্মীয় উপাসনালয়গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু কাঠামো মাটিতে ধসে পড়েছে।
মিয়ানমারের ভূমিকম্পে কেঁপেছে প্রতিবেশি বাংলাদেশও। রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭। শুক্রবার দুপুরে ১২টা ২৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভারতের পশ্চিবঙ্গের কলকাতা, মনিপুর রাজ্য ও ইম্ফলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে দেশটি থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এছাড়া বেইজিংয়ের ভূমিকম্পবিষয়ক সংস্থা বলছে, চীনের দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। এ কম্পনের তীব্রতা ছিল ৭ দশমিক ৯।
ভূমিকম্পের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংকক। শহরটিতে একটি বহুতল ভবন ধসে অন্তত ৪৩ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ খবর পর্যন্ত এখান থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্যাংকক শহরকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে।
ইএ