মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

জুনের মধ্যে বাংলাদেশের মূল্যস্ফীতি ৮.৫ শতাংশে নামার পূর্বাভাস আইএমএফের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

জুনের মধ্যে বাংলাদেশের মূল্যস্ফীতি ৮.৫ শতাংশে নামার পূর্বাভাস আইএমএফের

দেশে আগামী জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশের নীচে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ইপিবির সর্বশেষ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৩২ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়াও চলমান সফরে আইএমএফ সব বিষয়ে সন্তোষজনক উত্তর পাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (০৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। মুখপাত্র বলেন, কেন্দ্রীয় ব্যাংকে আইএমএফের সঙ্গে চলা বৈঠকে মূল্যস্ফীতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। এসময় তারা আগামী জুন নাগাদ মূল্যস্ফীতি ৮.৫ শতাংশের নীচে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে।


বিজ্ঞাপন


মুখপাত্র আরও বলেন, আইএমএফ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ শুধু কেন্দ্রীয় ব্যাংকের একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। সরকারের সবগুলো অর্গান যখন এক সঙ্গে কাজ করে তখনই এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

এখন পর্যন্ত ঋণ পেতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া উত্তরে আইএমএফ সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তারা সন্তুষ্ট। যদি কোনো প্রশ্নের জবাবে তারা সন্তুষ্ট না হন তারা তখন পাল্টা প্রশ্ন করেন।

489487403_1349784579469941_4700698622500897247_n

অপর এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গণনার ক্ষেত্রে ডাবল কাউন্টিং হচ্ছে না। আইএমএফের নির্দেশনার আলোকে বাংলাদেশ ব্যাংক বর্তমানে রিজার্ভ গণনা করায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। 


বিজ্ঞাপন


আরিফ হোসেন খান বলেন, তারল্য সংকটে থাকা ১১টি ব্যাংকের মধ্যে ছয়টি অবস্থার উন্নতি হয়েছে। এখন আর তাদের তারল্য সহায়তা লাগবে না। তবে পাঁচটি ব্যাংক এখনো দুর্বল অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।  

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণের চতুর্থ কিস্তির ২৩৯ কোটি ডলার পাবে বাংলাদেশ। সেই অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে গত ৬ এপ্রিল থেকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠক করছে আইএমএফ।

আরও পড়ুন-

জানা গেছে, আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনায় আইএমএফের প্রতিনিধি দলটি ৬ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত টানা দুই সপ্তাহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে।

আইএমএফ প্রতিনিধি দল চলমান সফরে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে ১৭ এপ্রিল প্রেস ব্রিফিং করবে সফররত আইএমএফ দল। দলটি শেষ দিন ১৭ এপ্রিল ফের বৈঠক করবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে।

টিএই/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর