বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ কবে কোথায়, দেখে নিন এক নজরে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

এক নজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ কবে কোথায় দেখে নিন

গতবছর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় তখন সিরিজটি স্থগিত করা হয়েছিল। এবার গড়াতে চলেছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটি। চলতি মাসে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। দুই দলের প্রথম ম্যাচ শুরু হবে ২০ এপ্রিল, সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৮ এপ্রিল থেকে, এই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।


বিজ্ঞাপন


২০২০ সালে টেস্ট খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিল জিম্বাবুয়ে। একমাত্র টেস্ট ম্যাচটি ইনিংস ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত দুদল ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। ৮ জয়ের বিপরীতে ৭টিতে হেরেছে বাংলাদেশ। বাকি তিনটি ড্র। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয় শেষ টেস্ট জিতেছিল ২০১৮ সালে।

এক নজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি-

তারিখ

ম্যাচ

ভেন্যু

২০ এপ্রিল-২৪ এপ্রিল

প্রথম টেস্ট

সিলেট

২৮ এপ্রিল-২ মে

দ্বিতীয় টেস্ট

চট্টগ্রাম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর