মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

থাইল্যান্ডে বাস উল্টে খাদে, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১০ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: রয়টার্স।

থাইল্যান্ডের পূর্বাঞ্চলে অবস্থিত প্রাচীনবুরি প্রদেশে শিক্ষা সফরের বাস উল্টে খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ২৩ জন আহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে চালকসহ কমপক্ষে ৪৯ জন মানুষ ছিলেন। তাদের সবাই থাই নাগরিক বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

শিক্ষা সফরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার একপাশে উল্টে পড়ে যায়।

রয়েল থাই পুলিশের কর্মকর্তা কর্নেল সোফান ফ্রামানিহী বলেন, ‘রাস্তাটা বেশ ঢালু ছিল। একপর্যায়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর সেটি উল্টে যায়।’

thailand1
ছবি: রয়টার্স।

দুর্ঘটনাস্থলটি ব্যাংককের ১৫৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের বেশকিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীদের কাজ করতে দেখা যাচ্ছে।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেন থাই প্রধানমন্ত্রী, ‘তদন্তে যদি দেখা যায় যে, গাড়িটি নির্ধারিত মান পূরণ করেনি বা এ বিষয়ে অবহেলা ছিল, তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub