বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ের বিরুদ্ধে বড় অংকের আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। ভারতের উত্তরপ্রদেশে ভুয়া অর্থলগ্নি সংস্থা খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই অভিনেতা। অর্থিক প্রতারণার অভিযোগে অভিনেতা ছাড়া আরও ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
৮ বছর ধরে নেই হিট ছবি, বিলাসবহুল দ্বীপের মালিক এই বলিউড অভিনেত্রী
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা ও তার সহযোগিরা ‘দ্য লোনি আরবান মাল্টিস্টেট ক্রেডিট অ্যান্ড থ্রিফ্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে একটি বিনিয়োগ সংস্থার মাধ্যমে গত ১০ বছর ধরে এই জালিয়াতি চালিয়ে আসছে। ওই সংস্থায় বিনিয়োগ করলেই মোটা অংকের অর্থ ফেরত পাবেন বলে প্রতারণার ফাঁদ পাতে তারা। গ্রামবাসীদের বোকা বানিয়ে কোটি কোটি রুপি আত্মসাৎ করেছে ওই সংস্থা।
ওই প্রতিবেদনে আরও জানা গেছে, স্থানীয় পুলিশ প্রশাসন ওই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করলে। সংস্থার কর্মীরা পালিয়ে যায়।
বিজ্ঞাপন
অভিনেতার বিরুদ্ধে অভিযোগের পর তার সাথে যোগাযোগের চেষ্টা করেন ভারতীয় গণমাধ্যমকর্মীরা। তবে শ্রেয়স এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
বলে রাখা ভালো, এর আগেও একাধিক বার অভিনেতার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশ থেকে ৯ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। ওই অভিযোগে লখনউয়ের গোমতী নগর থানায় এফআইআর দায়ের হয়েছিল। এছাড়াও সোনিপতে একই অভিযোগে অভিনেতা আলোক নাথ ও শ্রয়সে বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়।
ইএইচ/