সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ঢাকা

৮ বছর ধরে নেই হিট ছবি, বিলাসবহুল দ্বীপের মালিক এই বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img

জন্ম শ্রীলঙ্কায় তবে বলিউডে রাজ করছেন তিনি। ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কার মুকুট জিতেছিলেন এই অভিনেত্রী। বলিউড অভিনয় যাত্রা শুরু কমেডি ছবি 'আলাদিন' দিয়ে। তার অপরূপ সৌন্দর্যে বুদ হয়ে আছে আট থেকে আশি। বলছি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের কথা।

জ্যাকুলিন ভালোবাসা ছাড়া কিছুই চাননি, দাবি সুকেশের


বিজ্ঞাপন


বলিউড চলচ্চিত্রে কাজের বিনিময়ে অর্জিত অর্থ দিয়ে কেউ কিনেছেন দামি অট্টালিকা। কেউ বিলাসবহুল গাড়ি। তবে এই নায়িকা হেঁটেছেন উল্টো পথে। আপনি তার শখের কথা জানলে অবাক হতে বাধ্য। অভিনেত্রী শখের বসে বনে গেছেন বিলাসবহুল দ্বীপের মালিক।

jacqueline-fernandez-10-2025-03-0fd60c9e5ce778985be8489bd96a6c0f-ezgif.com-avif-to-jpg-converter

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অবসর সময় কাটানোর জন্য ব্যক্তিগত দ্বীপ কিনেছেন জ্যাকলিন। এতে তিনি ৩ কোটি রুপির বেশি খরচ করেছেন। দ্বীপটি প্রায় ৫ একর এলাকা জুড়ে বিস্তৃত। এর চারদিকে নীল জলরাশি আর দ্বীপ জুড়ে সবুজ অরণ্যে ঠাসা।

নারী দিবসে বাংলা গান গাইলেন জ্যাকুলিন 


বিজ্ঞাপন


ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের একমাত্র নায়িকা, যার নিজস্ব দ্বীপ রয়েছে। শ্রীলঙ্কা থেকে এসে বলিউডে নিজের শক্ত জায়গা গড়েছেন অভিনেত্রী।

jaqline-2-20220225171140

২০১০ সালে মুক্তি প্রাপ্ত ছবি 'মার্ডার ২'তে প্রিয়া চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন তিনি। এরপর অভিনয় করেন 'হাউসফুল ২', 'রেস ২' এবং 'কিক'-এর মতো জনপ্রিয় সব ছবিতে।

জ্যাকুলিনকে আঙুরের বাগান উপহার দিলেন সুকেশ

বলে রাখা ভালো, চলতি বছরের ৬ জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অভিনেত্রীর 'হাউসফুল ৫' ছবিটি। তরুণ মনসুখানি পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, ডিনো মোরিয়া, ফারদিন খান, সোনম বাজওয়া এবং চাঙ্কি পান্ডে। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর