রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

ফরিদপুরের বোয়ালমারীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২ এপ্রিল) দুপুরে গ্রেফতার ওই যুবককে আদালতে পাঠানো হয়। 


বিজ্ঞাপন


এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মাগুরা জেলার মোহাম্মদপুর এলাংখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুর রহমান উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

তিনি বলেন, ‘ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। ধর্ষণের সহযোগী আসামি রাতুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে এবং গ্রেফতার আসামিকে জেলে পাঠানো হয়েছে।’ 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর