শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিজের পিস্তলের গুলিতে আহত বলিউড অভিনেতা গোবিন্দ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ১১:০৩ এএম

শেয়ার করুন:

loading/img

নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা। মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে কলকাতায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় গুলি লাগে তার পায়ে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয়েছে তাকে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে কলকাতায় শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ। তখন নিজের পিস্তল পরিষ্কার করার সময় ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। 


বিজ্ঞাপন


মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দ। হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে।

গোবিন্দের ম্যানেজার শশী সিংহ সংবাদ সংস্থাকে বলেন, ‘হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভাল আছেন। হাসপাতালেই রয়েছেন।’

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর


News Hub