মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

শো বাড়ল ‘বরবাদে’র

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

এবারের ঈদে মুক্তি প্রাপ্ত ছবিগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। এরইমধ্যে জানা গেছে আজ স্টার সিনেপ্লেক্সে সিনেমার শো বাড়ছে। বিষয়টি জানিয়েছেন ছবির পরিচালক নিজেই।

যে কারণে থানায় ‘বরবাদ’-এর পরিচালক প্রযোজক 


বিজ্ঞাপন


আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় এক পোস্টে স্টার সিনেপ্লেক্সের একটি কার্ড শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে স্টার সিনেপ্লেক্সে ৪৪টি শো প্রদর্শিত হবে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই পোস্টের ক্যাপশনে পরিচালক ৪৪ সংখ্যা লিখে তারপাশে ভিক্টরি ইমোজি ব্যবহার করেছেন।  

cK09pWe7

এদিকে শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস তাদের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছে, স্টার সিনেপ্লেক্সে আজ বরবাদের ৪৪টি শো। সবগুলো হাউজফুল! তারপাশেই তিনটি আগুনের ইমোজি ব্যবহার করতে দেখা গেছে।

ইতিমধ্যে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ‘বরবাদ’। মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ায় হল কর্তৃপক্ষ সিনেমাটির শো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।


বিজ্ঞাপন


শো বাড়ল ‘বরবাদ’, ‘দাগি’র 

এছাড়া সিনেমা হলের সংখ্যার দিক থেকে মেগাস্টার শাকিব খানের ধারে কাছে কেউ নেই। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে তার ‘বরবাদ’ পেয়েছে ১২০টি হল। 

‘বরবাদ’-এর এতো শো আয়োজন প্রমাণ করে, দেশীয় সিনেমার সুদিন ফিরছে। চলচ্চিত্রপ্রেমীরা মনে করছেন, এরকম সিনেমা নিয়মিত হলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাবে।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub