পাকিস্তানের মডেল ও অভিনেত্রী হানিয়া আমির তার সৌন্দার্য দিয়ে বাড়তি নজর কেড়েছেন অনুরাগীদের। নিজ দেশের গণ্ডি পেরিয়ে সমান জনপ্রিয় ভারতেও। অনুরাগীরা নিয়মিতই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন। এবার হোলিতে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, কিছু দিন আগেই হোলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া। সেদিন নিজের বেশ কিছু ছবি ইনেস্টাগ্রামে শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘একজন বুদ্ধিমান মানুষ বলেছেন, খারাপ কথা শুনো না, খারাপ জিনিস দেখো না, খারাপ কথা বোলো না। সকলকে জানাই হোলির শুভেচ্ছা।’
ওই প্রতিবেদন থেকে আরও জানা গেছে, অভিনেত্রীর ওই পোস্ট দেখে শুভেচ্ছা জানান তার ভারতীয় অনুরাগীরা। তবে কড়া ভাষায় কটাক্ষ করেছেন পাকিস্থানি অনুরাগীরা। তারা প্রশ্ন করেছেন মুসলিম হয়ে কী ভাবে তিনি কপালে টিপ পরলেন? অনেকে দাবি করেন, ভারতীয়দের মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
হানিয়ার পোস্টে একজন লিখেছেন, ‘আপনি বরং হিন্দু ধর্ম গ্রহণ করুন। তাহলে বলিউডে যথেষ্ট সুযোগ পাবেন।’ অন্য একজন লিখেছেন, ‘লজ্জা হওয়া উচিত। রমজানের সময় অন্তত নিজেকে নিয়ন্ত্রণ করুন। বছরের সম্পূর্ণ সময় তো হিন্দু হয়ে ওঠার চেষ্টা করেন!’
এদিকে একদল নেটাগরিক অভিনেত্রীকে কটাক্ষ করায় লিখেছেন, ‘এমন অশিক্ষিতদের মতো কথাবার্তা দেখলে সত্যিই বিরক্ত লাগে। কিছু কিছু বিষয় ধর্মের ঊর্ধ্বে। মানবতা বলেও কিছু বিষয় থাকে।’
বলে রাখা ভালো, এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গিয়েছে পাকিস্তানি নাটক ‘কভি ম্যায় কভি তুম’-এ। ভারতীয় দর্শকের মধ্যেও এই নাটকের জনপ্রিয়তা রয়েছে।
ইএইচ/