পাকিস্তানের অভিনয় তারকা দম্পতি সাবুর আলি এবং আলি আনসারি। তারা প্রথম কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। জানা গেছে, মেয়ের নাম রাখা হয়েছে সেরিনা আলি।
মঙ্গলবার (১৮ মার্চা) ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই সুখবরটি শেয়ার করেন এই দম্পতি। শিশু সেরিনার ছবি পোস্ট করে লিখেছেন ‘আমাদের ছোট্ট মিরাকল, আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ।’
বিজ্ঞাপন
তারকা দম্পতি আরও বলেন, ‘সবচেয়ে ছোট হাতের দৃশ্য সবচেয়ে বড় প্রভাব ফেলছে, এটা বিশ্বাস করা কঠিন।’ তারা জানিয়েছেন, মেয়ের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে।’
হোলিতে শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার হানিয়া আমির
সাবুর আলি এবং আলি আনসারি দম্পতি তাদের সন্তান আগমনের খবর এতদিন গোপন রেখেছিলেন। পাকিস্তানের গণমাধ্যমে বহুদিন ধরে গুঞ্জন ছিল কন্যা সন্তান হয়েছে তাদের। এবার নিজেরাই খুশি খবর জানলেন এই দম্পত্তি।
বিজ্ঞাপন
ইএইচ/