ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন সৃজিত মুখার্জী। ‘পদাতিক’ নামের বায়োপিকটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটি মুক্তির সময় ভারতে যাওয়া হয়নি চঞ্চলের। সম্প্রতি ভারত গেলেন অভিনেতা।
জানা গেছে, ‘পদাতিক’ সূত্রেই ভারত গেছেন চঞ্চল। সদ্য অনুষ্ঠিত ফিল্ম ফেয়ারে ছবিটির জন্য মনোনয়ন পেয়েছিলেন অভিনেতা। সেকারণেই দেশটিতে উড়ে গেছেন চঞ্চল। তবে মেলেনি পুরস্কার।
এই বিভাগে যৌথভাবে সেরা হয়েছেন অঞ্জন দত্ত (চালচিত্র এখন) ও চন্দন সেন (মানিকবাবুর মেঘ)। একই বিভাগে ‘হুব্বা’ সিনেমার জন্য মনোনয়ন তালিকায় নাম ছিল মোশাররফ করিমের। পুরস্কার না জিতলেও সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীকে পুরস্কার দেওয়ার সময় ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে মঞ্চে ওঠেন চঞ্চল। চঞ্চল সেরা না হলেও সেরা পার্শ্ব চরিত্র (নারী), চিত্রনাট্য, মেকআপসহ মোট পাঁচটি বিভাগে সেরা নির্বাচিত হয় পদাতিক।
এ বছর চঞ্চল ছাড়াও পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন মোশাররফ করিম ও জয়া আহসান। তবে চঞ্চলের মতোই খালি হাতে ফিরতে হয়েছে মোশাররফকে। ব্যতিক্রম শুধু জয়া। ফিল্মফেয়ারে ‘ট্রাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন অভিনেত্রী।