শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

ইসলামের পথে আসা আমার জীবনের বেস্ট ডিসিশন: লুবাবা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

সামাজিক মাধ্যম থেকে বোঝা যায় শিশুশিল্পী সিমরিন লুবাবার জীবন আচারে পরিবর্তন এসেছে। আজকাল তাকে ধর্মীয় পোশাকে আবৃত থাকতে দেখা যায়। নিজেও জানিয়েছেন ইসলামী নিয়ম অনুসারে পথ চলছে সে।

এক সাক্ষাৎকারে লুবাবা বলে, 'আশেপাশের মডার্ন-দের মতো ফলো করতে গেলে যেটা হয়, আমাদের আসল যে লক্ষ্য- পরকাল, সেটা আমরা ভুলে যাই। যেমন আমরা মিডিয়াতে কাজ করি। কাজ করা যায়, কিন্তু কাজের যে ইসলামিক ওয়ে-টা বা উদ্দেশ্যটা আছে, সেটা অনুসরণ করা বেটার। আর ইসলামের পথ বেছে নেওয়াটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন।'

482016786_1177932887665508_7874090751095313666_n

অনেক দিন ধরেই ইসলামী রীতিতে চলছে লুবাবা। এক সময় কটাক্ষের শিকার হলেও জীবন আচার বদলানোয় আজকাল বেশ প্রশংসা পাচ্ছে সে। 

বর্তমানে নিয়মিত ভ্লগিং করছে লুবাবা। এছাড়াও ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবেও নেটিজেনদের কাছে প্রিয়মুখ হয়ে উঠছে। সামাজিক মাধ্যমে ফুড ভ্লগিং, ট্যুর ভ্লগিং করতে দেখা যায় তাকে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর