রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

দুর্নীতি ধরব নাকি সংস্কার করব: পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

loading/img

উন্নয়ন প্রকল্পের নামে পদে পদে দুর্নীতি ও অনিয়মের প্রসঙ্গ টেনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দুর্নীতি ধরব নাকি সংস্কার করব। দুর্নীতি ধরতে গেলে আমাদের সারাদিন শুধু এটিই করতে হবে। অন্য নীতিগত সংস্কার তো পাবো না। এটা একটা সিদ্ধান্তের বিষয়।

রোববার (২৩ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।


বিজ্ঞাপন


পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘শুধু ওয়াসার প্রকল্পে নয়। সমস্ত প্রকল্পেই জবাবদিহিতা দরকার। প্রকল্প নতুন হলে মন্ত্রণালয়েও আসে আর পরিকল্পনাতেও আসে সংশোধন করতে হলে। কিন্তু অধিকাংশ প্রকল্প, এক হাজারের মতো প্রকল্প চলমান। এটা তো মন্ত্রণালয় পর্যায়েও আসছে না, পরিকল্পনা পর্যায়েও আসছে না। এটা যখন আমার মাথায় ঠুকলো, তখন দেখলাম শিক্ষা মন্ত্রণালয়ে চলমান প্রকল্পে দুর্নীতি হচ্ছে এবং এটা আমি দেখতে পাচ্ছিলাম। আমার মনে হলো, এটা কীভাবে করছে। আমি তো এ প্রকল্পে সই করিনি। তখন দেখলাম এটা হলো চলমান প্রকল্প। চলমান প্রকল্প হলে সেটার পিডি (প্রকল্প পরিচালক) থাকে, পিডিরা খুব শক্তিশালী হয়।’

উপদেষ্টা আরও বলেন, ‘প্রকল্পে যে বরাদ্দ, সেটা অটোমেটিক্যালি অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় পেয়ে যান পিডিরা। কাজেই সেখানে মন্ত্রণালয় পর্যায়ে উপদেষ্টাও সম্পৃক্ত না। আবার পরিকল্পনা কমিশনও এখানে সম্পৃক্ত না। এটা অনুমোদন হয়েছে, অর্থ বরাদ্দ আছে, অর্থ মন্ত্রণালয় অর্থ দিতে বাধ্য। তো চলছেই। এধরনের কাজে আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে, আমরা কি সংস্কার করব নাকি দুর্নীতি ধরবো।’ 

এসময় তিনি প্রকল্পে অনিয়ম-দুর্নীতি বন্ধে অনলাইন ডাটাবেজ তৈরি ও তা প্রদর্শন, টেন্ডারে মাফিয়া কালচার বন্ধে শতভাগ অনলাইনকরণ, অনুমোদিত প্রকল্পের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতে করণীয়, প্রকল্পের তথ্য জনগণের জন্য উন্মুক্ত করা, নদী রক্ষায় বিশেষ প্রকল্প প্রস্তাবনাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন।

এদিকে রোববার (২৩ মার্চ) দুপুরে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় ২১ হাজার ১৩৯ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ের ১৫ টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এরমধ্যে সরকারি অর্থায়ন ১৪ হাজার ১৯৩কোটি ৫৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ৬ হাজার ৫৩৯ কোটি ২৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৬ কোটি ৫৯ লাখ টাকা।


বিজ্ঞাপন


প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সাংবাদিকদের ব্রিফকালে পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন