পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র বন্ধ রয়েছে রাজধানীর অন্যতম মার্কেট নিউমার্কেট ও আশপাশের এলাকার অধিকাংশ দোকান। যেসব দোকান খুলেছে, তাও রয়েছে ক্রেতাশূন্য। এখনও কাটেনি পবিত্র ঈদুল ফিতরের উৎসবের আমেজ। খুব শিগগিরই দোকান-পাট পুরোদমে খুলবে বলে আশা ব্যবসায়ীদের।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, নিউমার্কেটে নেই সেই চিরচেনা ভিড়। অধিকাংশ মার্কেটের দোকান বন্ধ রয়েছে। অল্প কিছু দোকান খোলা। তাতেও ক্রেতা খুবই কম, হাতেগোনা। কিছু কিছু দোকানে ক্রেতা রয়েছে। আর বাকি দোকানগুলো ক্রেতাশূন্য। ফুটপাতের কয়েকটি দোকান খোলা ছিল।
বিজ্ঞাপন
জানতে চাইলে নিউমার্কেট এলাকার গ্লোব মার্কেটের ব্যবসায়ী ফয়জুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ঈদুল ফিতরের ছুটিতে তিন দিন দোকান বন্ধ ছিল। আজকে ঈদের পর দোকান খোলা হয়েছে। ক্রেতা সংখ্যা কয়েকজন। আশা করি ঈদ উৎসবের আমেজ কেটে গেলে আগের মতো পুরোদমে বেচাকেনা হবে।
আরেক ব্যবসায়ী রনি হোসেন বলেন, এ বছর রমজানে কেনাকাটা অন্যান্য বছরের তুলনায় কয়েকগুন বেশি হয়েছে। ব্যবসাও ভালো হয়েছে, তাতে আমরা খুশি। ঈদের পর আজকে দোকান খুলেছি। কিছুদিন পর ক্রেতা বাড়তে থাকবে।
তিনি বলেন, ঈদ করতে এখন সবাই গ্রামের গেছেন। যার যার মতো করে আত্মীয়-স্বজনদের সঙ্গে আনন্দ উৎসব করছেন। ছুটি শেষ হলে তারা ঢাকায় ফিরে আসবেন। নিউমার্কেটের দোকানগুলোও পুরনো রূপে ফিরে যাবে। ব্যবসায়ীরাও ভালোভাবে ব্যবসা করতে পারবেন।
গত ২৮ মার্চ থেকে টানা নয় দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। যা শেষ হবে আগামী ৫ এপ্রিল। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি কিছু বেসরকারি প্রতিষ্ঠানও ৯ দিন ছুটি দিয়েছে তাদের কর্মকর্তা-কর্মকর্তাদের। স্বাভাবিকভাবেই তারা ছুটি পেয়ে ছুটে গেছেন স্বজনদের কাছে। ছুটি শেষ হলে কোলাহলে পরিপূর্ণ হবে তিলোত্তমা নগরী ঢাকা। আগের রুপে ফিরবে দেশের রাজধানী।
এসএইচ/ইএ