খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণা আজ শনিবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে। আগামীকাল রোববার কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা। আগামী সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
গত ২৬ মে প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু হয়। প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় খুলনা মহানগরীতে। খুলনা সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে আগামী ১২ জুন সকাল ৮টায়। এ হিসেবে শনিবার রাত ১২টায় প্রচার বন্ধ করতে হবে।
বিজ্ঞাপন
রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন ঢাকা মেইলকে বলেন, শনিবার মধ্যরাত থেকে খুলনা সিটি নির্বাচনের প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। ১২ জুন ৩ হাজার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, কেসিসি নির্বাচনের মেয়র পদে পাঁচজন প্রার্থী হয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাপার শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ড রয়েছে। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ড রয়েছে ১০টি। ১৩ ও ২৪নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু’জন বিজয়ী হয়েছেন। ২৯টি ওয়ার্ডে শুধু কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৫ জন।
এবারের সিটি নির্বাচনে ৩১ টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।
বিজ্ঞাপন
আগামী ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ২৮৯টি কেন্দ্র ও ১ হাজার ৭৩২টি ভোটকক্ষের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
প্রতিনিধি/ এজে