সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মে ২০২৩, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img

জেলার বগুড়া-নওগাঁ রোডের আদমদীঘির ডালাম্বা বস্তির সামনে সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৯) নামের শিশু নিহত হয়েছে।

রোববার (২৮ মে)) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আবু বক্কর সিদ্দিক আদমদীঘি থানার ডহরপুর গ্রামের শামীম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকালে অজ্ঞাত গাড়ির চাপায় শিশু আবু বক্কর ঘটনাস্থলে মারা যায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, শিশুটির পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত এখনও গাড়িটির সন্ধান পাওয়া যায়নি বলেও জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন