বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০২৩, ০৮:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

মানিকগঞ্জ শিবালয় উপজেলার ১ নম্বর তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অনাস্থা এনে অভিযোগ করেছেন ইউপির ৯ সদস্য। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান।

সোমবার (২২ মে) দুপুরে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর মহমান ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব হোসেন বলেন, চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন অনিয়ম, দুর্নীতিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।


বিজ্ঞাপন


তারা অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদের চুক্তিবদ্ধ উদ্যেক্তা থাকলেও জন্ম নিবন্ধন সনদ, নগরিকত্ব সনদ, ওয়ারিশান সনদসহ অন্যান্য সকল প্রত্যয়ন পত্রের অতিরিক্ত ফি আদায় এবং সকল কার্য পরিচালনা করান চেয়ারম্যান তার ব্যক্তিগত বাহিনী দিয়ে। ইউনিয়ন পরিষদের ট্যাক্স ফি এবং অন্যান্য আয় যেমন- খেয়াঘাট ইজারা দিয়ে তার অর্থ সরকারি কোষাগারে জমা না করে চেয়ারম্যান নিজেই আত্মসাৎ করেন।

এছাড়াও সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় না করে ব্যক্তিগত মতামতের ভিত্তিতে কার্যপরিচালনা করেন। দীর্ঘদিন ধরে পরিষদের মাসিক সভা করেন না তিনি।

ইউপি সদস্য সূত্রে জানা যায়, এসব বিষয়ে লিখিতভাবে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে ৯ জন ইউপি সদস্য ১ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের জানে আলম, ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী, ৬ নম্বর ওয়ার্ডের মাসুদ রানা, ৭ নম্বর ওয়ার্ডের মান্নান শেখ, ৮ নম্বর ওয়ার্ডের মোতালেব হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের মজনু শেখ ও ৪, ৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আকলিমা বেগম, ৭, ৮ ও ৯ ওয়ার্ডের জাহানার বেগম। এদের স্বাক্ষরিত একটি অভিযোগপত্রে স্থায়ীভাবে চেয়ারম্যানকে অপসারণক্রমে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রোববার লিখিত অভিযোগ করেছেন শিবালয় উপজেলার নির্বাহী অফিসার বরাবর।

১ নম্বর তেওতা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন ঢাকা মেইলকে বলেন, দুই তিনজন ইউপি সদস্য আমার চেয়ারম্যান নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থির আত্মীয়। তারাই মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে সমাজে লাঞ্চিত করা জন্য উঠেপড়ে লেগেছেন। তারা যেসব কথা লিখে অভিযোগ করেছে, সব মিথ্যা। এছাড়া অভিযোগপত্রে দুই তিনজন বাদে বাকি সদস্যদের স্বাক্ষর জাল বলেও তিনি জানান।


বিজ্ঞাপন


এই বিষয়ে শিবালয় উপজেলার নির্বাহী অফিসার জাহিদুর রহমান ঢাকা মেইলকে বলেন, ১ নম্বর তেওতা ইউনিয়ন পরিষদের ৯জন সদস্য স্বাক্ষরিত চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগপত্রটি পেয়েছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub