শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বৃষ্টির সময় কোন দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

বৃষ্টির সময় কোন দোয়া পড়বেন

বৃষ্টি মহান আল্লাহর অনেক বড় নেয়ামত। বৃষ্টির মাধ্যমেই মানুষ ও জীব-জন্তুর রিজিকের ব্যবস্থা হয়। আল্লাহ তাআলা বলেন, ‘আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি, যাতে তা দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ ও পাতাঘন উদ্যান।’ (সুরা নাবা: ১৪-১৬) আর ইরশাদ হয়েছে, ‘যাতে তা দ্বারা আমি মৃত ভূ-খণ্ডকে সঞ্জীবিত করি এবং আমি যা সৃষ্টি করেছি। তার মধ্য হতে বহু জীবজন্তু ও মানুষকে তা পান করাই।’ (সুরা ফুরকান: ৪৯)

হাদিসে এসেছে, বৃষ্টির সময়টি দোয়া কবুলের উপযুক্ত। এ সময় দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। হজরত সাহল বিন সাদ (রা.) বলেন, দুই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না- আজানের সময় দোয়া এবং রণাঙ্গনে শত্রুর মুখোমুখি হওয়াকালের দোয়া। অন্য বর্ণনামতে, বৃষ্টির সময়ের দোয়া। (আবু দাউদ: ২৫৪০)


বিজ্ঞাপন


আরও পড়ুন: বৃষ্টিতে পানি স্পর্শ করাসহ ৪টি কাজ করতেন নবীজি (স.)

রাসুল (স.) বৃষ্টি দেখলেই মহান আল্লাহর দরবারে উপকারী বৃষ্টির জন্য দোয়া করতেন। সেই দোয়াটি সুন্নত হিসেবে আমরাও পড়তে পারি। দোয়াটি হলো— اللَهُمَّ صَيِّبًا نَافِعًا উচ্চারণ: ‘আল্লাহুম্মা ছায়্যিবান নাফিয়া’ অর্থ: ‘হে আল্লাহ! আপনি এ বৃষ্টিকে প্রবহমান এবং উপকারী করে দিন।’ আয়েশা (রা.) থেকে বর্ণিত, যখন বৃষ্টি হতো তখন রাসুল (স.) দোয়াটি পড়তেন। (সহিহ বুখারি: ১০৩২; মেশকাত: ১৫০০) 

তবে, বৃষ্টি কখনও ক্ষতিকরও হয়। তাই অতিরিক্ত বৃষ্টি হলে এই দোয়া করা সুন্নত- اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا উচ্চারণ: ‘আল্লাহুম্মা হাওয়াইলাইনা ওয়া আলাইনা’। অর্থ- হে আল্লাহ! আমাদের এখানে নয়, আশেপাশে বৃষ্টি বর্ষণ করুন।’ (বুখারি: ১০১৪)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বৃষ্টিপাতের সময় নবীজির অনুসরণে দোয়াগুলো পড়ার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর