৬ দফা দাবিতে রাজশাহীতে এবার রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর ভদ্রা এলাকায় তারা এ রাজশাহী-ঢাকা রুটের রেলপথ অবরোধ করেন।
বিজ্ঞাপন
একপর্যায়ে রেললাইনের ওপর খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দাবির পক্ষে তারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় নগরীর রেলগেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবির স্বপক্ষে নানা স্লোগানে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভদ্রা মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় সড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
তারা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে। উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাস করাদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে।
এছাড়া দেশের দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে পৃথক একটি মন্ত্রণালয় গঠনের দাবিও জানিয়েছেন আন্দোলনরত পলিটেকনিকের শিক্ষার্থীরা।
প্রতিনিধি/টিবি