রাজশাহীর পুঠিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত গভীরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া আসামির নাম সেলিম হোসেন (৫৫)। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এলাকার বাসিন্দা এবং আবুল হাশেমের ছেলে।
ওসি কবির হোসেন জানান, সেলিম হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলার আসামি ছিলেন। মামলার বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে সেলিম হোসেন নিজ বাড়িতে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি