মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের হামলা, নৌকা-জাল ছিনতাইয়ের অভিযোগ

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের হামলা, নৌকা-জাল ছিনতাইয়ের অভিযোগ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে জেলেদের ওপর হামলা চালিয়ে তিনটি নৌকা ও মাছ ধরার জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দি নদীর উলোখালীর চর এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নৌকা ও জাল হারানো জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মোহাম্মদের ছেলে রমজান আলী, শাহাজান আলী, ফরেজ গাজীর ছেলে শাহাদাত গাজী, শাহাজান গাজী, আতাউর গাজী, সৈয়দ গাজীর ছেলে আব্দুল গাজী, মানিকপুর গ্রামের কেরামত এবং কৈখালীর নূর মোহাম্মদ।

ভুক্তভোগী শাহাদাত হোসেন জানান, পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে চার দিন আগে তারা সুন্দরবনে যান। তিনটি নৌকার ১২ জন জেলে দু’দিন ধরে বাংলাদেশের সীমানাভুক্ত উলোখালীর চর এলাকায় পাটা জাল পেতে মাছ ধরছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে দুটি স্পিডবোটে করে বিএসএফ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাদের ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, এ সময় জেলেরা বাঁচার জন্য নৌকা ও জাল ফেলে বনের মধ্যে পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে তিনটি নৌকা নিয়ে চলে যান। তারা জানান, সীমান্ত এলাকায় মাছ ধরার কারণেই বিএসএফ তাদের ওপর হামলা চালিয়েছে।

স্থানীয় রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের হামলার শিকার আট জেলের মধ্যে ছয়জন তার ইউনিয়নের বাসিন্দা। বিএসএফ সদস্যরা জেলেদের উলোখালীর চর থেকে তাড়িয়ে দেওয়ায় তারা বাধ্য হয়ে বনের পথ ধরে হেঁটে লোকালয়ে ফিরে এসেছেন। পরবর্তীতে অধিকসংখ্যক মানুষ ও নৌকা নিয়ে গিয়ে পাতা জালগুলো উদ্ধারের চেষ্টা করা হবে। জেলেরা ফিরে আসার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিজিবিকে জানানো হবে।


বিজ্ঞাপন


এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান বলেন, এখনো কেউ আনুষ্ঠানিকভাবে তাদের বিষয়টি জানায়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবির কৈখালী ক্যাম্পের সুবেদার আবু বক্কার জানান, স্থানীয় এক জনপ্রতিনিধি তাদের বিষয়টি অবহিত করেছেন। যেহেতু ঘটনাটি বয়ারসিং এলাকার অন্তর্গত, তাই ভুক্তভোগীদের অভিযোগ জানাতে সেখানকার বিজিবি (রিভারাইন) ক্যাম্পে পাঠানো হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর