বগুড়ার শাজাহানপুর উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় পিষ্ট হয়ে ইয়াসির আলী (৬০) নামের ব্যাংকের সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন।
সোমবার (২২ মে) সকাল ৯টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শাহজাহানপুর উপজেলার সামনে সড়ক দুর্ঘটনাট ঘটে।
বিজ্ঞাপন
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়াসির আলী খামারকান্দি সদর বগুড়া এলাকার শাহির উদ্দিনের ছেলে ও শাহজাহানপুর বি ব্লক এলাকায় ট্রাস্ট ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বগুড়া শহর থেকে মোটরসাইকেল চালিয়ে চাকরিতে যোগদান করার জন্য শাহজাহানপুর বি ব্লক এলাকায় যাচ্ছিলেন ইয়াসির আলী। শাজাহানপুর উপজেলার সামনে পৌঁছালে অজ্ঞাত এক গাড়ি তাকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
টিবি