মাগুরার শ্রীপুরে একটি জামে মসজিদের পাশ থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ মে) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার ৪ নম্বর শ্রীপুর ইউনিয়নের তখলপুর গ্রামের পশ্চিমপাড়ার জামে মসজিদের পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নবজাতকটি বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। হাসপাতালের নার্সিং সুপার ভাইজার সন্ধ্যা রানী সাহা শিশুটিকে দেখভালো করছেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাজী খসরুর আলম বলেন, বুধবার দুপুরে তখলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কাজী আব্দুর রউফ একটি নবজাতক হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে নবজাতকটি সুস্থ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তখলপুর গ্রামের লিয়াকত মোল্ল্যার স্ত্রী রাবেয়া বেগম বুধবার সকালে বাড়ির বাইরে হাঁটতে গিয়ে পাশেই একটি ছোট্ট শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। এরপর এগিয়ে গেলে দেখেন, ঘাসের ওপর একটি সুন্দর ফুঁটফঁটে শিশু শুয়ে কাঁদছে।
তিনি বাচ্চাটি সেখান থেকে বাড়িতে নিয়ে আসেন। এরপর খবর শুনে দলে দলে লোকজন তার বাড়িতে এসে ভিড় জমাতে থাকেন। খবর পেয়ে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য কাজী আব্দুর রউফ শিশুটিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিজ্ঞাপন
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) শ্যামানন্দ কুন্ডু বলেন, উপজেলা পরিষদে এ বিষয়ে একটি মিটিং আহবান করা হয়েছে। সেখানেই উদ্ধার করা নবজাতকটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হাসপাতালের ডাক্তার কাজী খসরুর আলম বলেন, এ পর্যন্ত প্রায় ৪০ জন ব্যাক্তি শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে ফোন করেছেন। প্রশাসনিকভাবে সিদ্ধান্ত গ্রহণের পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস