নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে সব হারিয়ে এখন নিঃস্ব ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (৬ মে) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের ভালিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ আনুমানিক এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুহুল আমিনের বসতঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে। এতে নিমিষেই ছয়টি পরিবারের ৯টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় রুহুল আমিনের তিনটি, হারুনের দু’টি, ফয়েজের দু’টি এবং সোহেল আর রিপনের একটি করে মোট ৯ টি বাড়ি পুড়ে যায়।
পরে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনাপুর ইউনিয়নে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বিজ্ঞাপন
এমইউ