খুলনার ফুলতলা উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার ফুলতলা এমএম কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ হোসেন ফুলতলা উলজেলার পায়গ্রাম কসবা গ্রামের আবু তাহের টুটুলের ছেলে। তিনি ফুলতলার এম এম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিজ্ঞাপন
জানা যায়, অজ্ঞাতপরিচয় ৫ থেকে ৬ জন সন্ত্রাসী ছুরি দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় এখনও কোনো আসামি শনাক্ত করা যায়নি।
এএ