সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুমিল্লায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ০৮:০৪ এএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খরখরিয়া গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সন্ধ্যায় মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রিপন বালা বিষয়টি জানিয়েছেন।

নিহতরা হলো— লক্ষণপুর ইউনিয়নের খরখরিয়া গ্রামের আবু জাফর হিরণের ছেলে মোহাম্মদ সাইমন (৭) ও আবু ইউসুফ(৪)।

নিহত দুই শিশুর নানা আবু মাসুদদের বরাত দিয়ে থানার পরিদর্শক (তদন্ত) রিপন বালা ‍জানান, সকাল সাড়ে ১০টায় দুই ভাই একসঙ্গে বাড়িতে খেলা করছিল। এক সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় তারা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায়নি স্বজনরা।

দীর্ঘ সময় পর পুকুরে ওদের মরদেহ ভাসতে দেখা যায়। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।


বিজ্ঞাপন


 

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন