শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

মান্দায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ১০:৩৮ এএম

শেয়ার করুন:

মান্দায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় আজিজুল হক মন্ডল (৫০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (২৬ মার্চ) রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের আন্দারশুরা বিল সংলগ্ন বাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


সোমবার (২৭ মার্চ) সকালে নওগাঁ সদর হাসপাতালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজুল হক উপজেলার কুসুম্বা হাজীপাড়া গ্রামের মৃত পরশতুল্যাহ মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

নিহতের ছেলে বেলাল বলেন, প্রতিদিন সকালে বের হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসতেন। গত শনিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ ছিল। সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। গতকাল আমি ঢাকায় ছিলাম। বিষয়টি জানার পর রোববার (২৬ মার্চ) ঢাকা থেকে বাড়ি এসে থানা পুলিশের শরণাপন্ন হয়ে রাত সাড়ে ৯টার দিকে একটি সাধারণ ডায়েরি লিখে নিচ্ছিলাম। এমন সময় ডিউটি অফিসারের রুমে ডিউটি অফিসারের স্বাক্ষর নিতে গিয়ে জানতে পারি যে, উপজেলার ভারশোঁ ইউনিয়নের চৌবাড়িয়া বাজারের পূর্ব পার্শ্ব দিয়ে প্রবাহিত শিব নদী এবং আন্দারশুরা বিল সংলগ্ন বাঁধের পাশে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই কে বা কারা আমার বাবাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে সেখানে ফেলে রেখে গেছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আমরা তাদের বিচার চাই।


বিজ্ঞাপন


ওসি মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। রাতে এ ঘটনায় একটি মামলা হয়েছে। আজ সকালে নওগাঁ সদর হাসপাতালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর