সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদের আগেই নতুন ঘরে উঠছেন রংপুরের ৭৫৮ জন ভূমিহীন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

ঈদের আগেই নিজস্ব ঠিকানা পাচ্ছেন রংপুরের ৭৫৮ জন ভূমিহীন। ৪র্থ পর্যায়ে ২২ মার্চ মাঝে ঘরসহ জমি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।

সোমবার (২০ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান, রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।


বিজ্ঞাপন


জেলা প্রশাসক বলেন, আগামী ২২ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার ৮ উপজেলায় ৭৫৮ জন গৃহহীনদের মাঝে ঘরসহ দুই শতক করে জমি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জেলার দুই উপজেলা তারাগঞ্জ ও কাউনিয়াকে গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন তিনি। সেই সঙ্গে আগামী জুনে বদরগঞ্জ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক।

উলেখ্য ‘মুজিববর্ষের অঙ্গিকার বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ কার্যক্রমের আওতায় ৫ হাজার ৬৫১ জন ভূমিহীনের মধ্যে ৪ ধাপে মোট বরাদ্দ পাচ্ছে জেলার ৮ উপজেলায় ৪ হাজার ৩ ২২ জন গৃহহীন পরিবার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ ডব্লিউ রায়হান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রেজাউল করিম, আরডিসি আমিনুল ইসলাম, সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পিসহ অন্যান্য সাংবাদিক ক্লাবের সদস্যরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন