সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাগেরহাটে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ মার্চ ২০২৩, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

বাগেরহাটের কচুয়ায় গাঁজাসহ আবুবকর খন্দোকার (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার বারুইখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (১১ মার্চ) দুপুরে মাদককারবারিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আবুবকর খন্দোকার কচুয়া উপজেলার বারুইখালী এলাকার আলতাপ খন্দোকারের ছেলে।

এসআই মো. হাশেম জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার বারুইখালী এলাকা থেকে আবুবকরকে গ্রেফতার করা হয়েছে। এসময় আবুবকরের শরীর তল্লাশি করে ৫০ গ্রাম গাজা জব্দ করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন