রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বগুড়ায় বহুতল ভবনে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৩, ১০:২২ পিএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ায় বহুতল ভবন থেকে রিয়াদ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে শাজাহানপুর উপজেলার সোনাকানিয়া গ্রামের রহিদুজ্জামানের ছেলে ও পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে শান্তিনগর এলাকাস্থ বহুতল ভবনের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা বলেন, রিয়াদ হোসেন পরিবারের সঙ্গে শেরপুর ওই বাসায় ভাড়া থাকত। বুধবার (৮ মার্চ) বিকেলে রিয়াদ হোসেনকে বাসায় রেখে গ্রামের বাড়িতে যান তার বাবা ও মা। পরদিন বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বাসার দরজায় এসে খোলার জন্য রিয়াদকে ডাকাডাকি করা হয়। কিন্তু কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না তারা। একপর্যায়ে তার মোবাইল নম্বরে ফোন দেওয়ার পর রিসিভ না হওয়ায় সন্দেহ হয়। ফলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রিয়াদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর