রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নীলফামারীতে চলছে উপনির্বাচনে প্রতীক বরাদ্দ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ) তফসিল অনুযায়ী উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেন। প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে প্রচারণা করতে পারবেন। 


বিজ্ঞাপন


প্রতীক বরাদ্দ পাওয়া ৪ প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ এর দলীয় মনোনীত এ.এইচ.এম ফিরোজ সরকার (নৌকা),স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় (চশমা), মজিব উদ্দিন (মোটর সাইকেল),আমিনুর রহমান (আনারস)।

এর আগে, গত ২৩ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারী নির্ধারিত তারিখের শেষ দিন বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ২০ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন দাখিলকৃত ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

গত ২৭ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

অত্র ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-৩৪ হাজার ৩শত ৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১৭ হাজার ৫২জন ও পুরুষ ভোটারের সংখ্যা ১৭ হাজার ৩ শত ২২জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন রয়েছেন।


বিজ্ঞাপন


ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা  রবিউল আলম বলেন ইভিএম মেশিনে মাধ্যমে মোট ১৬টি ভোট কেন্দ্রে আগামী ১৬ মার্চ ২০২৩ইং ভোট অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর