নওগাঁর মান্দায় বালুবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফেরিঘাট ট্রাকস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার হাজীর আমবাগান এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি ওই ট্রাক্টরের চালক ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন বানডুবি এলাকা থেকে ট্রাক্টরে বালু ভর্তি করে নিয়ামতপুর উপজেলার কালামারা এলাকায় যাচ্ছিলেন। পথে ফেরিঘাট ট্রাকস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে ট্রাক্টরটি চালু অবস্থায় রেখে প্রস্রাব করার জন্য পাশের জমিতে যান। ট্রাক্টরটি সঠিকভাবে না রাখায় সেটি গড়িয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এইউ