সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিখোঁজের দুদিন পর পদ্মা নদী থেকে ২ জনের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে দুটি স্পিড বোটের সংঘর্ষের ২দিন পরে দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে বিকেলে লাশ দুটি উদ্ধার করে। উদ্ধার হওয়া নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের হাট গোবিন্দপুর এলাকার দাউদ মৃধা ও চরভদ্রাসনের চর অযোধ্যা গ্রামের রানা খন্দকার।


বিজ্ঞাপন


চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা কবির ত্রপা বলেন, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফরিদপুর ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল লাশ উদ্ধার কাজে অংশ নেয়। বিকেলে নিখোঁজ দুই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এখন পর্যন্ত এই ঘটনায় তিন জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন এই কর্মকর্তা।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় ফরিদপুর শহরের গুহ লক্ষ্মীপুর গ্রামের সিরিস হালদারের ছেলে। সুকুমার হালদার (৬০) নামে এক যাত্রী নিহত হন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন