রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফাঁদ পেতে অতিথি পাখি শিকার, ২ যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ০৯:০০ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

ফরিদপুরের সালথা উপজেলায় রাতে ফাঁদ পেতে অতিথি পাখি শিকারের দায়ে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (ডিসেম্বর) রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া মাঠ থেকে ওই দুই পাখি শিকারিকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের কৃষক মো. মাজেদ মোল্যা ছেলে মো. ইমামুল মোল্যা (১৯) ও একই গ্রামের কৃষক ছাদেক মোল্যার ছেলে আব্দুর রহিম মোল্যা (২০)।

এসআই সৈয়দ আওলাদ হোসেন জানান, উপজেলার ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া মাঠে ফাঁদ পেতে দুই যুবক পাখি শিকার করছে— রোববার রাতে ৯৯৯ নম্বরে ফোন করে এমন অভিযোগ করা হয়। পরে সালথা থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ইমামুল মোল্যা ও আব্দুর রহিম মোল্যাকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে পাঁচটি জীবিত অতিথি পাখি উদ্ধার এবং পাখি শিকারের সরঞ্জাম জব্দ করা হয়। বিষয়টি সালথা উপজেলা প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে হাজির হন সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ূবী। তিনি ঘটনাস্থলেই আদালত বসিয়ে দু’জনকে সাজা দেন।

সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ূবী জানান, অ‌তি‌থি পাখি শিকারের দায়ে ইমামুল ও রহিম নামে দুই শিকারিকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা পাখিগুলো অবমুক্ত করা হবে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন