ফরিদপুরের সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এ হতাহতের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বিষয়টি নিশ্চিত কেরেছেন।
নিহত ব্যক্তির নাম জালাল শেখ (৩৮)। তিনি একই ইউনিয়নের নিজগ্রাম এর শুকুর ফকিরের ছেলে।
ওসি সুব্রত গোলদার জানান, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের সমর্থকদের মধ্যে গত দুদিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলছিল। আজ সকালে উভয়পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে জালালসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর অবস্থায় জালাল শেখকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বিজ্ঞাপন
টিবি