শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

খাগড়াছড়িতে গরু চুরির ঘটনায় যুবলীগ নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে গরু চুরির ঘটনায় যুবলীগ নেতাকে বহিষ্কার
ছবি : প্রতীকী

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবলীগের সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. আলাউদ্দিন আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

রোববার (২ অক্টোবর) সকালে উপজেলার ১ নম্বর মানিকছড়ি ইউনিয়নের যুবলীগের সভাপতি মো. আবুল হাসেম ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়ার স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


জানা গেছে, সম্প্রতি উপজেলায় অসংখ্য গরু চুরির ঘটনা ঘটেছে। একাধিক গরু চুরির ঘটনায় আলাউদ্দিন ওরফে আলী জড়িত থাকার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আলী বাড়ির অদূরে নির্মিত একটি গোয়াল থেকে একাধিক গরু উদ্ধার করা হয়। এ সময় আলাউদ্দিনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন যুবলীগ থেকে মো. আলাউদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনুর আলম বলেন, আলাউদ্দিন একজন পেশাদার গরু চোর। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে। মামলা নম্বর ৬।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর