রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি বন্ধ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:২১ এএম

শেয়ার করুন:

loading/img

মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রায় দুই লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই ভবনের দেয়ালে ফাটল ধরেছে। খসে পড়েছে বিভিন্ন স্থানের পলেস্তার। উর্ধ্বতন কর্তৃপক্ষ ভবনটি পরিদর্শন করার পর রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রত্যাশীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতের দিকে হঠাৎ আকস্মিক শব্দে কেঁপে ওঠে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে কমপ্লেক্স ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। পরে ধাপে ধাপে রড থেকে কংক্রিট আলাদা হয়ে যায়। খসে পড়ে পলেস্তার। এর মধ্যেও রোগী ভর্তি ও চিকিৎসা সেবা চালু থাকে। কিন্তু গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলের পর থেকে রোগী ভর্তি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। তবে জরুরি বিভাগ চালু থাকলেও মিলছে না পর্যাপ্ত সেবা। এর ফলে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।


বিজ্ঞাপন


শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে পেটের পীড়া নিয়ে রাজনগর হাসপাতালে এসেছিলেন টেংরা গ্রামের আবুল হোসেন। কিন্তু রোগী ভর্তি না নেওয়ায় তাকে বাড়িতে ফিরে যেতে হয়। তিনি বলেন, এখানে এসে শুনলাম রোগী ভর্তি বন্ধ আছে। তাই বাড়িতে ফিরে যাচ্ছি।'

এ বিষয়ে হাসপাতালের নার্স মারজানা বেগম জানান, বিগত দিনগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে নার্সরা চিকিৎসা দিয়ে আসছিল। কিন্তু এখন ভবনটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় এখানে রোগী ভর্তি করা সম্ভব হচ্ছে না।

রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফজাল হোসেন বলেন, গত রোববার মধ্যরাতে হঠাৎ আকস্মিক শব্দে কেঁপে ওঠে স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। এমন অবস্থায় সাধারণ জনগণের স্বার্থে আমরা কার্যক্রম চালিয়ে যাই। কিন্তু পরে স্বাস্থ্য প্রকৌশলী ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় আমরা রোগী ভর্তি বন্ধ রেখেছি।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম পাটান বলেন, খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলাম। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ভবনটির বিভিন্ন ফাটল দেখে একটু ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। তাই আমরা ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়েছি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর