রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

হিলি স্থলবন্দর দিয়ে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

loading/img

জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি- রফতানিসহ অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এক দিন বন্ধের পর আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার সকাল থেকে আমদানি- রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি জানান, আজ বৃহস্পতিবার জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকে বন্দর দিয়ে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করবে না। এছাড়া বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এক দিন বন্ধের পর আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার সকাল থেকে আমদানি- রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।

জন্মাষ্টমী উপলক্ষে হিলি বন্দরে আমদানি- রফতানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলেও জানান পানামা পোর্ট লিংকের এই জনসংযোগ কর্মকর্তা।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন