মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দীপ্ত টিভিতে বৈশাখী উৎসব 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০২:০১ পিএম

শেয়ার করুন:

দীপ্ত টিভিতে বৈশাখী উৎসব 

রাত পোহালেই শুরু হবে বাংলা নতুন বছর ১৪৩২। এরইমধ্যে বর্ষবরণের সব প্রস্তুতি সম্পন্ন। এবার বরণ করে নেওয়ার পালা। শ্রেণি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই অপেক্ষায় নববর্ষের। 

এদিকে বাঙালির প্রাণের এ উৎসবকে ঘিরে বিশেষ আয়োজন থাকছে দীপ্ত টেলিভিশনে। দীপ্ত টেলিভিশন বাংলা নববর্ষ উপলক্ষে আগামীকাল পয়লা বৈশাখে আয়োজন করতে যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা।


বিজ্ঞাপন


অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। গৌরব সরকার ও কাজী ফাহিমুল হকের প্রযোজনায় দীপ্ত বৈশাখী উৎসবে গান পরিবেশন করবে ব্যান্ড বায়োস্কোপ ও ব্যান্ড ডোরা। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন ইন্দ্রাণী নিশি।

এছাড়া অন্যদিনের মতো নিয়মিত আয়োজনগুলোও থাকছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর