রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাকে ‘হত্যা’ করে মুখে ‘বিষ ঢেলে’ আত্মহত্যার প্রচারণা!

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১০:২৮ এএম

শেয়ার করুন:

loading/img

পাবনার আটঘরিয়ায় মাকে হত্যা করার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যার প্রচারণার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৪ জুন) রাত ১১টার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত সূর্য খাতুন (৪০) পুকুরপাড়া গ্রামের সিফাত প্রামাণিকের স্ত্রী ও চকতারাপাশা গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। অভিযুক্ত ছেলের নাম সাইদুল ইসলাম (২৮)। 

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, সাইদুল ইসলাম প্রায়ই তার মায়ের কাছ থেকে টাকার জন্য জবরদস্তি করত। টাকা দিতে অস্বীকার যাওয়ায় এর আগে একাধিকবার তার মাকে মারপিট করেছে সে। মঙ্গলবার রাতে টাকার জন্য তার মাকে মারপিট করে সে। একপর্যায়ে তার মৃত্যু হলে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার প্রচারণা চালায়। আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পারলে সে পালিয়ে যায়। 

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর হত্যা নাকি আত্মহত্যা— বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর