সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

শিবপুরে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

loading/img
শিবপুরে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার। ছবি: ঢাকা মেইল

নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুমরাদী এলাকা থেকে পুলিশ সোমবার একটি অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। স্থানীয় প্রশাসন জানায়, মরদেহটি একটি পুকুর খননকালে ভেকুর মেশিনের মাধ্যমে বের হয়ে আসে।

শিবপুর মডেল থানার পুলিশ কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ‘ভেকু চালক শামীম শেখ মাটির নিচে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।’


বিজ্ঞাপন


মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে, তবে মৃত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন