রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নড়াইলে বিএনপি নেতার ওপর ককেটল হামলা, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১১:০৭ এএম

শেয়ার করুন:

loading/img

নড়াইল সদর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম সান্টুর ওপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন বিএনপির আয়োজনে চাকই চৌরাস্তা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাসরাতের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্ল্যা আব্দুল আলীমের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ।

মোজাহিদুর রহমান পলাশ বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।


বিজ্ঞাপন


এদিন সমাবেশে বিছালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সামছুল ইসলাম সোহাগ, নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আল আমিন, বাঘারপাড়া উপজেলার বাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান, অভয়নগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২ এপ্রিল) মধ্য রাতে মধুরগাতি মোল্ল্যা বাড়ির পারিবারিক কবরস্থানের পাশে সদর উপজেলা বিএনপির নেতা রাশেদুল ইসলাম সান্টুর ওপর ককটেল হামলার ঘটনা ঘটে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর