বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিএনপি নেতার ওপর ককটেল হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

loading/img

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম সান্টুর ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।

বুধবার (২ এপ্রিল) দিনগত রাতে উপজেলার মধুরগাতি মোল্যা বাড়ির পারিবারিক কবরস্থানের পাশে এ হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়,  রাশেদুল ইসলাম সান্টু মধুরগাতি বণিক সমিতির সভাপতি হওয়ার কারণে বাজারের প্রয়োজনীয় কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মধুরগাতি পারিবারিক কবরস্থানের কাছে পৌঁছালে তাকে উদ্দেশ্য করে একদল দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ করে দ্রুত পালিয়ে যায়। তবে ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে বিছালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হালিম মোল্যা বলেন, সান্টুর ওপর হামলার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এই গ্রামে এ ধরনের ঘটনা আগে ঘটেনি।

মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে ককটেলের কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এটি ঘটিয়েছে, ওই বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন