রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মেঘনায় গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সুমনা আক্তার (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বেলা আনুমানিক ২টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই কিশোরী। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, মেয়েটির নাম সুমনা আক্তার (১২)। সে ভোলা জেলার দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের সুমন আহমেদের মেয়ে। নিহত সুমনা তার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিল। সেখান থেকে নদীতে এসেছিল গোসল করতে।

তারা আরও জানান, সুমনা তার ভাইয়ের বাসা থেকে ভাতিজার সঙ্গে দুপুরে মেঘনা নদীতে গোসল করতে নামে। তখন সে পানিতে ডুবে যায়। পরে আশপাশের লোকজন পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে।

মতলব উত্তর ফায়ার সার্ভিস-এর সাব স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, আমরা বেলা আড়াইটার দিকে খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের জন্য মেয়েটিকে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু, তাকে পাওয়া যাচ্ছিল না। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub