শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

শহীদ পরিবারের খোঁজ নিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ০২:১১ পিএম

শেয়ার করুন:

loading/img

বৈষম‍্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ঝালকাঠির নলছিটির শহীদ সেলিম তালুকদার রমজানের কবর জিয়ারত করেছেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব।

সোমবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টায় নলছিটি উপজেলা শহরের টিঅ্যান্ডটি এলাকায় শহীদ সেলিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজ খবর নেন ও সমবেদনা প্রকাশ করেন। পরে কবর জিয়ারত করেন এবং সেলিম তালুকদারের সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের জন্য সরকারের পক্ষ থেকে সব সহযোগিতার আশ্বাস দেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নির্বাচন দেরি হলে আবার ফ্যাসিস্টের উত্থান হতে পারে: ইঞ্জিনিয়ার শ্যামল

এসময় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন ।

গত ১৮ জুলাই কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন সেলিম। ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩১ জুলাই রাতে তার মৃত্যু হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub