শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিক্রেতার সঙ্গে আলু নিয়ে তর্ক, ক্রেতাকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

নড়াইলের লোহাগড়া উপজেলায় আব্দুল্লাহ আল-মামুন (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে লক্ষীপাশা চৌরাস্তার সবজি বিক্রেতা ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।

রোববার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল্লাহ আল-মামুন উপজেলার মহিষাপাড়া গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে। তিনি নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। অপরদিকে অভিযুক্ত ইদ্রিস মিয়া গোপিনাথপুর গ্রামের তাহের শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আব্দুল্লাহ আল মামুন নামে ওই ব্যক্তি আলু কিনতে ইদ্রিস মিয়ার সবজির দোকানে যান। পরে আলুর দাম নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ইদ্রিস মিয়া মামুনের মাথায় গামলা দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, এ ঘটনার পর আসামিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub