টাঙ্গাইলের যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয় ৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।
রোববার (৩০ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল ঢাকা মেইলকে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা থেকে শনিবার (২৯ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল অংশের সেতু পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেন দিয়ে ২৯ হাজার ২৮৮ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৭৫০টাকা।
অপরদিকে সিরাজগঞ্জ অংশের সেতু পশ্চিম প্রান্তে ঢাকাগামী লেন দিয়ে ১৬ হাজার ১৯০ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয় ১ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা। মোট ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।
প্রতিনিধি/এসএস