মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

বুমরাকে নিয়ে ফের দুঃসংবাদ পেল মুম্বাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

আইপিএলের চলতি মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা ভালো হয়নি। প্রথম তিন ম্যাচের একটিতে কেবল জয়ের দেখা পেয়েছে দলটি। আজ শুক্রবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে এ ম্যাচেও খেলতে দেখা যাবে না জশপ্রীত বুমরাকে। এমনকি মুম্বাইয়ের পরের ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। 
 
বুমরার চোট নিয়ে নানা অনিশ্চয়তার মাঝেই ভেসে এসেছে আশার আলো। ক্ররিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, বুমরাহ এখনো পুনর্বাসনে থাকলেও ধীরে ধীরে তিনি ফিরছেন পুরোপুরি ফিটনেসের কাছাকাছি। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে গত কয়েক সপ্তাহ ধরে চালিয়ে যাচ্ছেন বোলিং ওয়ার্কলোড বাড়ানোর কাজ। এখন শুধু বাকি চূড়ান্ত ফিটনেস টেস্ট—সেটা পাস করলেই খেলার সবুজ সংকেত পাবেন তিনি।

জানা গেছে, বুমরাহ নিজেই চাচ্ছেন না তড়িঘড়ি করে মাঠে ফিরতে। কারণ সামনে আছে আরও বড় মঞ্চ—  জুনের ২৮ তারিখ থেকে শুরু ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের লড়াই। বুমরাহ জানেন, শরীর যদি সাড়া না দেয়, তাহলে নিখুঁত ইয়র্কার বা আগুনে ইনসুইং কিছুই কাজে আসবে না।


বিজ্ঞাপন


আইপিএল ২০২৫-এ ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে মুম্বাই। জিতেছে একটিতে, হার দুটিতে। বুমরাহর অনুপস্থিতিতে দলে অভিষেক হয়েছে সত্যনারায়ণ রাজু, বিগনেশ পুথুর এবং আশ্বিনী কুমারের। তবে বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন ট্রেন্ট বোল্ট ও দীপক চাহার, আর সিম অপশনে আছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

চলতি আইপিএলের শুরুর দিকেই ফেরার কথা ছিল বুমরার, প্রথম তিন ম্যাচ পরেই তাঁকে দলে পাওয়া যাবে এমনটাই জানা গিয়েছিল, তবে তা হলো না। শেষবার ১৯ মার্চ বুমরাহ সম্পর্কে কথা বলেন মুম্বাই কোচ মাহেলা জয়াবর্ধনে। তিনি স্বীকার করেছিলেন, “বুমরাহ ছাড়া টুর্নামেন্ট শুরু করাটা একটা চ্যালেঞ্জ।” তখন ধারণা ছিল, মার্চ মাসের ম্যাচগুলো মিস করলেও এপ্রিলের শুরুতেই দলে ফিরবেন তিনি। কিন্তু সেই প্রত্যাবর্তনও এখন পিছিয়ে যাচ্ছে।

এদিকে বুমরার সামনে এখন সবচেয়ে বড় লড়াই নিজেকে পুরোপুরি সুস্থ করে তোলা। কারণ শুধু মুম্বাই নয়, গোটা ভারত তাকিয়ে আছে সেই ইয়র্কার স্পেশালিস্টের দিকে। তিনি ফিরলে ফিরবে আস্থাও। আর তাই, প্রশ্নটা এখন শুধু কবে ফিরছেন বুমরাহ? বরং বলা যায়—ফিরলে কী রূপে ফিরবেন তিনি? সেই পুরনো ভয়ংকর রূপে তো?

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন