ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টরের চালক নিহত হয়েছে। এসময় দুমড়ে মুচড়ে গেছে ট্রাক্টরটি।
শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেল স্টেশনের ২০০ গজ দূরে সোয়াদী গ্রামের রেলগেটে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১২ টার দিকে সোয়াদী গ্রাম থেকে স্যালো ইঞ্জিন দিয়ে চালানো ট্রলি বোঝায় মাটি দিয়ে সাবদারপুরে দিকে যাচ্ছিলো চালক ভোলা মিয়া। সোয়াদী গ্রামের রেল গেটে পার হওয়ার সময় ট্রাক্টর বিকল হয়ে যায়। সেসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে মুচড়ে যায় বিকল হয়ে থাকা ট্রাক্টর আর ঘটনাস্থলেই মারা যায় চালক ভোলা মিয়া। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ভোলা মিয়া চুয়াডাঙ্গার দর্শনা থানার গয়েরপুর গ্রামের বাসিন্দা।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বাসসকে বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। ঘটনাটি রেলওয়ে পুলিশের এখতিয়ারাধীন।
প্রতিনিধি/এজে